গ্রেফতার ডাকাতরা হলেন- শামসু, হুমায়ুন কবির, শাহিন রানা, শাহিন, হুমায়ূন, ফারুক, সাইদ ভূঁইয়া ওরফে শ্যামল ও মোশারফ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ গ্রেফতারের বিষয়টি জানান ঢাকা ওয়ারী বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি আরো বলেন, তদন্তের মাধ্যমে জানা গেছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এই ডাকাতির সঙ্গে জড়িত।
এ ঘটনার পরদিন চুরি যাওয়া কাভার্ডভ্যানটি সাভার থেকে উদ্ধার ও জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লুণ্ঠিত মামামাল তারা উত্তরার কাউসার নামের এক ব্যক্তির মাধ্যমে সায়মনের কাছে বিক্রি করেছে।
পরে সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার ১০নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
তবে সায়মনসহ এ চক্রের সঙ্গে আরও চারজন জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পিএম/এএটি/বিএস