নাটোর: নাটোর সদর হাসপাতাল এলাকা থেকে আটক দালাল চক্রের ছয় সদস্যকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এই আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শহরের মল্লিকহাটি মহল্লার রাশেদুল (২৯), কান্দিভিটা মহল্লার লুতফর রহমান সরদার (৩৫), ওমর আলী (২৮), সদর উপজেলার পীরজিপাড়ার সুজন (২০), তেবাড়িয়া এলাকার সজল (২৪) ও দস্তানাবাদ এলাকার সোহান (২৬)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ওই ছয়জন হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিলেন।
তারা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা করতে নিয়ে যেতেন এবং প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন। খবর পেয়ে দুপুরে র্যাবের একটি দল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এসময় বিচারক তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।