মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে মহানগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জনাব আলী মহানগরীর মতিহারের চৌমোহনী বাজার এলাকার আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, জনাব আলী সাইকেল নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছোট ভাই আতাউর রহমান মরদেহ শনাক্ত করেন। তার ভাই মাছের ব্যবসা করতেন বলে তিনি জানান।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসএস/জিপি/বিএস