ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিএ’তে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
বিআরটিএ’তে দুদকের অভিযান

ঢাকা: দুর্নীতির উৎস খুঁজতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে তিন সদস্যের দল এ অভিযান চালান। 

সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে ১৯টি টিম গঠন করেছে দুদক। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে টিমগুলো।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে বাংলানিউজকে জানান এনামুল বাছির।

তিনি জানান, তিন সদস্যের দলে আরও ছিলেন দুদকের উপ-পরিচালক ফরিদুর রহমান ও সহকারী পরিচালক আনোয়ার হোসেন।  

দুদক কর্মকর্তা আরও বলেন, বেলা ১১টায় মিরপুরে বিআরটিএ’র বিভাগীয় কার্যালয় যাওয়া হয়। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কোনো দুর্নীতি হচ্ছে কি-না এবং বিআরটিএ’র আইন-কানুনে কোনো ধরনের সমস্যা আছে কি-না, সেসব বিষয়ে জানতে চাওয়া হয়। তবে কোনো ধরনের সমস্যা নেই বলে জানান বিআরটিএ’র কর্মকর্তারা।

এ সময় বিআরটিএ’তে সেবা নিতে আসা এক গ্রাহক দুদকের কাছে অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫ বছর ধরে তার ডিজিটাল লাইসেন্স থাকার পরও এখন আবার তাকে পরীক্ষা দিতে হচ্ছে।  

এনামুল বাছির বলেন, অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের এলেনবাড়িতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে যাওয়া হয়।  সেখানে বিআরটিএ’র চেয়ারম্যান  অতিরিক্ত সচিব মুশিউর রহমান তাদেরকে জানান, দুর্নীতির সঙ্গে তার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দুদক যদি বিআরটিএ’র কোনো কর্মকর্তার দুর্নীতির তথ্য খুঁজে পায়, তাহলে অনুসন্ধান শেষে তার বিরুদ্ধেও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসজে/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।