ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে ওয়াচ টাওয়ার ও নাইট ভিশন ডিভাইস স্থাপন করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সীমান্তে ওয়াচ টাওয়ার ও নাইট ভিশন ডিভাইস স্থাপন করা হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন

বেনাপোল(যশোর):  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত পথে ওয়াচ টাওয়ার, নাইট ভিশন ডিভাইস (ডিজিটাল) ও থার্মালসহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফলে কোন অনুপ্রবেশ ঘটলে সহজে তা ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে আবার থার্মালের মাধ্যমে সিগনালও পাওয়া যাবে। এটা ট্র্যাকিং সিস্টেম হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বেনাপোল সীমান্তের দুর্গম এলাকা পুটখালীর চরের মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি। সীমান্তে ওয়াচ টাওয়ার ও ডিজিটাল নাইট ভিশন ডিভাইস স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সব সীমান্ত পরিদর্শন করে সেখানকার বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবো। উন্নত বিশ্বে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু রয়েছে, আমাদের দেশেও সেই সিস্টেম চালু করা হবে।

তিরি আরো বলেন, বৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশে কোন বাধা নেই। বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বৃদ্ধির ফলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে গেছে। একেবারে যাতে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সে বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়া সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত সড়ক তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে বিজিবি মহা-পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন- খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ হোসেন, বিজিবির রিজিওন কমান্ডার ওহিদুজ্জামান ও ৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খবির উদ্দিন।

এদিকে বিকেল ৫টায় বিজিবি মহাপরিচালক বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মধ্যে রিট্রেড সেরেমনি উপভোগ করবেন বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এডেজএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।