মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে বন্দর থানাধীন নবীগঞ্জ আকিজ সিমেন্ট ফ্যাক্টরি সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. সেলিম (৩২), মো. বাদল (৫২), মো. আবু সাঈদ (৪০), মো. আরিফ (৩৫), মোর্শেদ (৩৫), মো. রবনি (২৩), অহিদ (৩০), মো. মালেক (৪৯), মো. সোহাগ (২৪), মো. শরিফুল ইসলাম (২৫), মো. রিপন (২৬) ও জহিরুল ইসলাম (৪০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধায়নে ও জেলা গোয়েন্দা শাখার মফিজুল ইসলাম ও মাজাহারুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিকেলে জেলা পুলিশ সুপারে কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্স গোয়েন্দা শাখার বিশেষ টিমের সহযোগিতায় অভিযান চালিয়ে ১২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভারতে তৈরি ৮শ’ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজাসহ মাদক বহনকারী একটি প্রোইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
জিপি/এমজেএফ