সংসদ ভবন থেকে: তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির হরতাল চলাকালে সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (৩১ জানুয়রি) জাতীয় পার্টির সংসদ পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই দিন এক আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারা একজন সাংবাদিক আহত হয়েছেন।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন এসআইকে বরখাস্ত করা হয়েছে। একজন এডিশনাল এসপির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট এলে ব্যবস্থা নিতে পারবো। কেউই আইনের উর্ধ্বে নয়, রিপোর্ট এলেই ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসকে/পিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।