মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা। গ্রেফতারকৃতরা হলেন- কেরানীগঞ্জের পানগাঁও জাজিরা এলাকার সাদেমের পুত্র মাসুদ (২৮) ও তার স্ত্রী রেখা (২০)।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি ছোট আকারের ফ্রিজসহ তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ফ্রিজের ভেতরে বিশেষ ভাবে লুকোনো ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফ্রিজটি কক্সবাজার থেকে আনা হয়েছিল বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআরএস/আরআই