ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ফ্রিজে করে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
না'গঞ্জে ফ্রিজে করে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

নারায়ণগঞ্জ: একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিজের মধ্যে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিছ ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা। গ্রেফতারকৃতরা হলেন- কেরানীগঞ্জের পানগাঁও জাজিরা এলাকার সাদেমের পুত্র মাসুদ (২৮) ও তার স্ত্রী রেখা (২০)।

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি ছোট আকারের ফ্রিজসহ তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ফ্রিজের ভেতরে বিশেষ ভাবে লুকোনো ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফ্রিজটি কক্সবাজার থেকে আনা হয়েছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।