মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পিনু খানের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পৃথিবীর ৫৮টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে।
অর্থাৎ জাতিসংঘভুক্ত ১৯২টি দেশের মধ্যে ১৫১টি দেশের সঙ্গে বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। জাতিসংগভুক্ত অবশিষ্ট ৪১টি দেশের সঙ্গে বাংলাদেশের এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি।
ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ দেশসমূহের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসকে/পিসি
**‘সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে’