ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১৫ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
রাজশাহীতে ১৫ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে আরও ১৫ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আয়োজনে এক অনুষ্ঠানে এই ১৫ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়।

এ সময় আরও ৪৯ জন ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার শপথ নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মতিহার থানাধীন চর শ্যামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র উপ-কমিশনার (ডিসি পূর্ব) আমির জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, কাঁটাখালি পৌরসভার মেয়র আব্বাস উদ্দিন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল হক, ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিউর রহমান রতন।

অনুষ্ঠানে ১৫ জন মাদক ব্যবসা পরিত্যাগকারীকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে ১০ জনকে সেলাই মেশিন এবং ৫ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যদেরও পুনর্বাসিত করার কথা বলা হয়।

এ সময় মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবার সহযোগিতা কামনা করেন আরএমপি কমিশনার। এছাড়া জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।