ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে ৫ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সারিয়াকান্দিতে ৫ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায় প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউইনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ব্যবসায়ী জনি পোদ্দারকে পাঁচ হাজার টাকা, নান্টু মিয়াকে পাঁচ হাজার টাকা, মালেক মিয়াকে দুই হাজার টাকা, রিদয়কে এক হাজার টাকা ও বাটুল মিয়া দুই হাজার টাকা জরিমানা করা হয়।


 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সহকারী আব্দুর রহিম জরিমানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।