তিনি বলেন, শুধু আরএসও’ই নয়, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করে তৎপরতা চালাতে দেওয়া হবে না।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারির এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আমরা থাকার ব্যবস্থা করেছি। আমরা ৭০ দশক থেকে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করছি। এতে বাংলাদেশের যথেষ্ট আর্থিক ক্ষতিও হচ্ছে। তবে, এখানে আরএসও’র উৎপত্তি হতে দিচ্ছি না, কোনো তৎপরতা চালাতে দিচ্ছি না।
আরএসও’র তৎপরতা তো নয়ই কোনো সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এখানে কোনো তৎপরতা চালাতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবো না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এইসব সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক রয়েছে। কোনো আইএসও, কোনো সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা ও কর্মকাণ্ড আমরা চালাতে দেবো না।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসকে/পিসি
**‘বাংলাদেশের সঙ্গে ১৫১টি দেশের কূটনেতিক সম্পর্ক’