মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনার রাধানগর এলাকার দুলাল শেখের ছেলে বাস চালক সুমন শেখ (২৮), পাবনার কুঠিপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে হেলপার শফিউল্লা (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর এলাকার মথুরাপুর বিলায়েত হোসেনের ছেলে সুপারভাইজার শরিফুল ইসলাম (৪০)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুল হাই বাংলানিউজকে জানান, কুষ্টিয়ার ভেড়ামারার প্রাগপুর থেকে ছেড়ে আসা ঢাকা নারায়নগঞ্জগামী সানসিটি রাজধানী এক্সপ্রেস বাসে ফেনসিডিল পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে লালনশাহ সেতুর পূর্বপাড়ে টহলরত পুলিশ বাসটিকে গতিরোধ করে। এ সময় পুলিশ বাসটি তল্লাশি করতে চাইলে চালক, হেলপার ও সুপারভাইজার বাধা দেন। এতে টহল পুলিশ ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় বাসটি তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পরে ফেনসিডিল বহনের দায়ে চালক, হেলপার ও সুপারভাইজারসহ বাসটি ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়। আটকদের চোরা চালান আইনে মামলা দিয়ে পাবনা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজি