জামালপুর: মেলান্দহের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করণে মন্ত্রীপরিষদে একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় কলেজের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউএনও জন কেনেডি জাম্বিল, মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।