মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর সারদা ঘোষ রোড এলাকায় অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান এ জরিমানা করেন।
এ সময় ৪ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এতে বলা হয়, ময়মনসিংহ র্যাবের-১৪ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুদ, সরবরাহ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ড্রাগ আইনে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই