ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অনুমোদনবিহীন শক্তিবর্ধক ওষুধ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ময়মনসিংহে অনুমোদনবিহীন শক্তিবর্ধক ওষুধ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহে লাইসেন্স ও অনুমোদনবিহীন শক্তিবর্ধক ওষুধ উৎপাদনের দায়ে পাওরিটি হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর সারদা ঘোষ রোড এলাকায় অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান এ জরিমানা করেন।

এ সময় ৪ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ময়মনসিংহ র‌্যাবের-১৪ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুদ, সরবরাহ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ড্রাগ আইনে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।