মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দু’টি দায়ের করেন।
মানহানি মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারি আগামী ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আদেশের জন্য ও পঞ্চম যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগমের আদালত মানহানিজনিত ক্ষতিপূরণের মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন।
একই পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদকেও মামলায় আসামি করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি (সোমবার) দ্য ডেইলি অবজারভার পত্রিকায় `Police await PM's order to crack down on drug lords' শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
বাদী অভিযোগ করেন, সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের সংবাদ পরিবেশনের ফলে তার মানহানি ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমআই/জিপি/আরআই