ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইসি’র সাক্ষাত ৭ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইসি’র সাক্ষাত ৭ ফেব্রুয়ারি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন আগামী ০৭ ফেব্রুয়ারি।

বিদায়ী সিইসি ০৮ ফেব্রুয়ারি বিকালে সংবাদ সম্মেলনে শেষ বক্তব্য রাখতে পারেন বলেও জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাতের সময় চেয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি)।

পরে রাষ্ট্রপতি সময় দিয়েছেন ০৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায়।

প্রধানমন্ত্রীর সময় দেওয়া সংক্রান্ত চিঠি এখনো সংশ্লিষ্ট দফতরে পৌঁছেনি বলেও জানান তিনি।

তিনি জানান, বিদায়ী সিইসি’র ০৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ওইদিনই বিদায়ী কমিশনের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসি সচিবালয়ের।

আগামী ০৮ ফেব্রুয়ারি বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার (ইসি) আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে। কেননা, তারা ২০১২ সালের ০৯ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন। ০৮ ফেব্রুয়ারি তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন বলেও জানিয়েছেন ইসি ‍সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্বীয় পদেই থাকছেন।

রাষ্ট্রপতির সঙ্গে শেষ সাক্ষাতে রকিব কমিশন তার পাঁচ বছরের নানা কার্যক্রম তুলে ধরবেন।

** কাজী রকিবউদ্দীন বিদায় নিলেও থাকবেন এক কমিশনার

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ইইউডি/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।