ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘মায়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
‘মায়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল

ঢাকা: রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক, তাদের সে দেশে ফিরিয়ে নিতেই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সে দেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সমস্যা দূর করতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গড়া আনান কমিশন’কে বাংলাদেশের এ অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনান কমিশনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকসহ আইন-শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও মন্ত্রণালয়ের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা কমিশনকে বলেছি-রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক। হাজার বছর ধরে তারা সে দেশে বসবাস করছে। ১৯৭৪ সাল থেকে তারা নানা কারণে আমাদের এখানে আসা শুরু করেছে। তারা আমাদের মাইলের পর মাইল ফরেস্ট ধ্বংস করছে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। আমরা এখন এ পরিস্থিতি থেকে মুক্তি চাই। মায়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমরা কমিশনকে জানিয়েছি, গত নভেম্বর থেকে যে সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এবং যা গণনা করা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি। এমনিতেই বাংলাদেশে ৫ লাখের মতো গণনাকৃত রোহিঙ্গা অধিবাসী আছে। বাস্তব সংখ্যা আরও বেশি।

কামাল বলেন, কমিশন আমাদের জানিয়েছে মায়ানমার সরকারের দেওয়া তথ্য মতে, বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা সেদেশে (মায়ানমার) গিয়ে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এর জবাবে আমরা জানিয়েছি, বাংলাদেশের মাটি কখনোই কাউকে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা তাদের যেসব নারীদের আশ্রয় দিয়েছি তার ৮০ ভাগই ধর্ষণের শিকার। যে পুরুষদের আশ্রয় দিয়েছি, তারা সবাই নির্যাতনের শিকার হয়ে অসুস্থ। বাকিরা শিশু।

তিনি বলেন, আমরা কমিশনকে স্পষ্ট করে বলেছি, এটা মায়ানমারের নিজস্ব সমস্যা। আমরা আর তাদের নাগরিকদের আশ্রয় দিতে পারবো না। অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। এজন্য আলোচনার জন্য বাংলাদেশ প্রস্তুত। দুই দেশের বৈঠকেও বিষয়টি মীমাংসা করতে পারে। কমিশন যেন মায়ানমার সরকারের ওপর এ নিয়ে চাপ সৃষ্টি করে এবং বহিঃবিশ্বেও এ নিয়ে জনমত গড়ে তোলে।

তিন সদস্যের এ কমিশনের দুই সদস্য মায়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং অপরজন লেবাননের নাগরিক ঘাসান সালামে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭

আরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।