ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পবিপ্রবিতে বিসিএল ক্রিকেট লীগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পবিপ্রবিতে বিসিএল ক্রিকেট লীগের উদ্বোধন পবিপ্রবিতে বিসিএল ক্রিকেট লীগের উদ্বোধন

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএএম অনুষদের উদ্যোগে বিসিএল ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন।

বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মাহফুজুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ সহ অনুষদীয় শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

বাংলা‌দেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।