দণ্ডাদেশপ্রাপ্ত দুলাল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সাবাড়ীতলা গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। দুই দণ্ডাদেশ একই সঙ্গে কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
একই মামলায় অপর আসামি শিবগঞ্জের বিনোদপুর চামাটোলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে মিস্টারকে (৩৩) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্র ও সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট জোবদুল হক জানান, ২০১৩ সালের ২২ জুলাই গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকা থেকে বিদেশি দু’টি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে আটক হন দুলাল। এ ঘটনায় ওই দিনই র্যাব-৫ রাজশাহীর সহকারী উপপরিচালক (ডিএডি) কামাল হোসেন গোমস্তাপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ৩০ অক্টোবর ২০১৩ আদালতে দু’জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত দুলাল ইসলামকে এ দণ্ডাদেশ দেন। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর আসামিকে খালাস দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআই