মঙ্গলবার (৩১ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভাষা শহীদ বরকত হাউস এবং রানার্সআপ হয়েছে ভাষা শহীদ সালাম হাউস।
এদিন ক্রীড়া অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মো. মোকসেদ আলী, পিএইচডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরআইএস/আরআই