ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৬ মাদক ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
চাঁদপুরে ৬ মাদক ব্যবসায়ী কারাগারে চাঁদপুরে ৬ মাদক ব্যবসায়ী কারাগারে-ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রাম ও শহরের গুয়াখোলা এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ও সোয়া ১২টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।

আটক ব্যক্তিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রামের আব্দুল মতিন আখন্দের ছেলে মো. আলমগীর আখন্দ (৩৫), মৃত শহীদ উল্লাহ পাটোয়ারীর ছেলে মো. ইউনুস পাটোয়ারী টগর (৩৬), মো. রহুল আমিন গাজীর ছেলে মো. মুকবুল হোসেন (২৭), শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মো. আবু সাঈদ মালের ছেলে মো. ফারুক আলম ইফান (২৭), শহরের রেলওয়ে চৌদ্দ কোয়াটার এলাকার নারায়ণ চন্দ্র দের ছেলে সুমন চন্দ্র দে (২১) ও একই এলাকার রাম কৃষ্ণ সরকারের ছেলে দিক বিজয় সরকার (২৬)।

ডিবি জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রামে অভিযান চালিয়ে টগর, মুকবুল ও আলমগীরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশে রাখা ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, ডিবির আরেক অভিযানে দিবাগত রাত ১২টার দিকে শহরের গুয়াখোলা রোড খান ম্যানশনের সামনে থেকে ইফান, সুমন ও বিজয়কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বাংলানিউজকে জানান, আটক ছয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফরিদগঞ্জ ও চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।