মঙ্গলবার (৩১ জানুয়ারি) মাগুরা সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় শিক্ষানবিশ ও কর্মসংস্থান বিষয়ক প্রোগ্রামের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংস্থা আইএলও, ইউএসএইড ও ইউএনডিপি’র অর্থিক সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন যুবক প্রশিক্ষক অংশ নেন। সমাপনী দিনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-আইএলও’র প্রতিনিধি শেখ আল ফিরুবী ও প্রশিক্ষক মাহবুবুর রহমান।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এনটি/আরএ