ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বেকার যুবকদের দক্ষ করতে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
মাগুরায় বেকার যুবকদের দক্ষ করতে প্রশিক্ষণ

মাগুরা: বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে মাগুরায় দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মাগুরা সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় শিক্ষানবিশ ও কর্মসংস্থান বিষয়ক প্রোগ্রামের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংস্থা আইএলও, ইউএসএইড ও ইউএনডিপি’র অর্থিক সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন যুবক প্রশিক্ষক অংশ নেন। সমাপনী দিনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-আইএলও’র প্রতিনিধি শেখ আল ফিরুবী ও প্রশিক্ষক মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।