মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালীগঞ্জ তৈলঘাট এলাকায় এ অভিযান চালায় র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মেসার্স অপু ফার্মেসির মালিক মো. কামাল হোসেনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, মায়ের দোয়া মেডিসিন কর্নারের কর্মচারী মো. আব্বাস উদ্দিনকে ১ মাসের কারাদণ্ড, হাওলাদার মেডিসিন হলের মালিক মনোজ কান্তি হাওলাদারকে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড, গ্রিন লাইফ ফার্মেসির মালিক মো. খলিলুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড ও আল রিয়াদ ফার্মেসির কর্মচারী মো. সোলায়মান হোসেনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলানিউজকে জানান, অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত, বিক্রয় নিষিদ্ধ ও বিদেশি ওষুধ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ফার্মেসি মালিক এবং কর্মচারীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এছাড়া দু’টি ফার্মেসি সিলগালা করা হয়েছে।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. নাজমুল হাসান।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/