ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এটিও’র মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এটিও’র মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের সতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় লুৎফুর রহমান ফয়সাল (৩৫) নামে আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিও) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকালে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।

নিহত লুৎফুর রহমান ফয়সাল জেলার করিমগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) এবং তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের বাসিন্দা।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছমা আরা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের বাসা থেকে করিমগঞ্জ অফিসে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ফয়সাল।

তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।