ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘শুধু ধর্মীয় কারণে রোহিঙ্গারা দেশত্যাগ করছে না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
‘শুধু ধর্মীয় কারণে রোহিঙ্গারা দেশত্যাগ করছে না’ সংগৃহীত রোহিঙ্গাদের ছবি

ঢাকা: আনান কমিশনের সদস্য লেবাননের নাগরিক ঘাসান সালামে বলেছেন, শুধু ধর্মীয় কারণে রোহিঙ্গারা দেশত্যাগ করছে না, এর পেছনে ধর্ম ছাড়াও আরও মৌলিক চাহিদা জড়িত রয়েছে।

এ সঙ্গে তাদের অধিকার, নাগরিকত্ব, জীবিকা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো জড়িত আছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঘাসান সালামে বলেন, আমরা কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে গত ২৯ জানুয়ারি (রোববার) কক্সবাজার যাই। আমরা আমাদের রিপোর্ট কমিশনের কাছে জানাবো।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ, ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, সাবেক রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা, বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুনশি ফয়েজ আহমদ প্রমুখ।

এই মতবিনিময়ের আগে মঙ্গলবার সকালে আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন।

গত ২৮ জানুয়ারি (শনিবার) মায়ানমারের দুই নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে ঢাকায় আসেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
কেজেড/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।