তিনি পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী ইমরুল কায়েস (আম প্রতীক) পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট।
অপর প্রাথী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ১৩২০ ভোট।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
কারচুপির অভিযোগে সকালে বল্লববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি বাতিল করা হয়। বাতিলকৃত কেন্দ্রের ভোটের সংখ্যা ২৭৪৩। বাতিলকৃত ভোটের চেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/আরএ