মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ওহাব স্কুল মাঠে একাদশ জাতীয় রোভার মুট গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজের সমাপনী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটি গঠনে জনগণের প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি।
স্কাউটের জাতীয় কমিশনার মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি আবু আলম মো. শহিদ খান, গোপালগঞ্জ পুলিশ সুপার এসএম এমরান হোসেন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এনটি/আরএ