তিনি বলেন, আর্থিক বছর জুলাই-জুন রাখার ব্যাপারে সরকার এখন পর্যন্ত এমন সিদ্ধান্তে অটল আছে। আমরা জুলাই থেকে জুন’ই আর্থিক বছর অব্যাহত রাখব।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদের ৭১ বিধিতে সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগমের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের সম্পূরক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
নোটিশে নুরজাহান বেগমের বিশ্বের বিভিন্ন দেশে এপ্রিল থেকে মার্চ আর্থিক বছরের উদাহরণ তুলে ধরেন।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি নিয়ে এই সংসদে কয়েকবার আলোচনা হয়েছে। আমি সেখানে আমার অবস্থান তুলে ধরেছি। আমাদের দেশ যখন স্বাধীন হল, আমাদের অর্থ বছর ছিল এপ্রিল টু মার্চ। কিন্তু পরবর্তীতে জুলাই টু জুন করা হয়। জুলাই টু জুন করার জন্য তার আগে যথেষ্ট আন্দোলন ও চিন্তাভাবনা হয়েছে। এই জাতীয় সংসদে এ ব্যাপারে অনেক বিতর্ক হয়েছে।
বিতর্কের মূল কথা ছিল আমাদের দেশে এমন সময়ে বাজেটটি করা উচিত যেসময় কাজকর্ম করার সুবিধা থাকে। আমাদের দেশে কাজকর্ম শুরু হয় সেপ্টেম্বরের দিকে। সেই জন্য জুলাই মাসে যদি বাজেট তৈরি করা যায়, তাহলে সেপ্টেম্বরের মধ্যে বাজেটটি বাস্তবায়নের ব্যবস্থা হয়ে যায়। সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই লম্বা সময় পাওয়া যায়। যেটা এপ্রিল টু মার্চে একেবারে রিক্সি হয়ে যায়।
এপ্রিল টু মার্চ হলে ফেব্রুয়ারির শেষ দিকে সমস্ত কাজকর্ম বন্ধ করে আগামী বাজেটের চিন্তাভাবনা করতে হয়। আমাদের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে জুলাই থেকে জুন। জুলাই থেকে জুন আমরা অব্যাহত রাখব।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসকে/পিসি
**‘পাঁচ বছর কারাদণ্ডের বিধান রেখে জীববৈচিত্র্য আইন পাস’
**‘চার বছরে পুলিশের ৪৫৬১০টি নতুন পদ’
**‘সম্প্রতি ৬৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে’
**‘আরএসও’র তৎপরতা বাংলাদেশে নেই’
**‘বাংলাদেশের সঙ্গে ১৫১টি দেশের কূটনেতিক সম্পর্ক’