প্রজ্ঞাপনে ডা. আবু ছালেহ মো. মুসা খানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদারকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে যোগদানের কথা বলা হয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্থানীয় নেতাদের মধ্যে রশি টানাটানি চলছিল। এ নিয়ে সৃষ্ট অচলাবস্থার কারণে দু’মাস ধরে সিভিল সার্জন কার্যালয়সহ এর অধীনস্থ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনও বন্ধ ছিল।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর অবসরজনিত ছুটিতে যায় সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার। তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
কিন্তু এর আগে ২৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ছালেহ মো. মুসা খানকে সিভিল সার্জনের চলতি দায়িত্বের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশ নিয়ে ডা. মুসা খান ২ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে গেলে শুরু হয় জটিলতা।
দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ডা. মুসা খানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/আরএ