ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘ফাস্ট ফুডের ওপর ফ্যাট-ট্যাক্স আরোপে নজর দেওয়া হবে’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
‘ফাস্ট ফুডের ওপর ফ্যাট-ট্যাক্স আরোপে নজর দেওয়া হবে’ 

সংসদ ভবন থেকে: আগামী বাজেটে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর উচ্চ হারে ভ্যাট-ট্যাক্স বসানোর দিকে নজর দেবে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদে উপস্থাপিত এক নোটিশের উত্তরে একথা জানিয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য নুরজাহান বেগম কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশে আগামী বাজেটে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর উচ্চ হারে ফ্যাট-ট্যাক্স নির্ধারণ করার দাবি করেন।  

নোটিশে তিনি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের স্বাস্থ্যগত ক্ষতিকর দিক তুলে ধরেন।

মানুষকে এগুলো না খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে করতে ১৪.৫ শতাংশ হারে ফ্যাট-ট্যাক্স আরোপের দাবি জানান।

নোটিশের উত্তরে অর্থমন্ত্রী বিশেষ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি বেশ স্পর্শকাতর। জাঙ্ক ফুড বেশ সস্তা দামে পাওয়া যায়। সে কারণে জাঙ্ক ফুড অনেক বেশি চলে। এটাও ঠিক যে স্বাস্থ্যের দিক থেকে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য উপাদেয় নয়।  

তিনি বলেন, আগামী বাজেট প্রণয়নের সময় সেদিকে (জাঙ্ক ফুড) অবশ্যই নজর দেব।  

জাঙ্ক ফুডকে বিশেষভাবে সংজ্ঞায়িত করা এবং শনাক্ত করা হবে আগামী দুই তিন মাসের কাজ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭ 
এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।