ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
পূর্বধলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক পূর্বধলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক


নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার খালিশাউড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আলীমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পরে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ছানোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



আটক ব্যক্তিরা হলেন- মুলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আলীমের স্ত্রী লিপি আক্তার (২৫) ও একই গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৮)।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুলপাড়া গ্রামে আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালায়। এ সময় আব্দুল আলীমের ঘর থেকে ১৪০ গ্রাম হেরোইন, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই মাদক ব্যবসায়ী আব্দুল আলীম পালিয়ে যান।

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।