মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আলীমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পরে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ছানোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন- মুলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আলীমের স্ত্রী লিপি আক্তার (২৫) ও একই গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুলপাড়া গ্রামে আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালায়। এ সময় আব্দুল আলীমের ঘর থেকে ১৪০ গ্রাম হেরোইন, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই মাদক ব্যবসায়ী আব্দুল আলীম পালিয়ে যান।
আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এজি