মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজউকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক এলাকায় রাজউক অননুমোদিত গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে।
এ উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান।
তিনি বলেন, রাস্তার জায়গা দখল করে ও ভবনের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দোকান তৈরি করায় এ উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরআইএস/পিসি