ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বস্তির বহু ঘর পুড়িয়ে নিভলো নাখালপাড়ার আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
বস্তির বহু ঘর পুড়িয়ে নিভলো নাখালপাড়ার আগুন

ঢাকা: রাজধানীর নাখালপাড়া রেল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু ঘর-বাড়ি পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা না গেলেও, আগুনের ভয়াবহত কম ছিল না; ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে, প্রায় সোয়া ১ ঘণ্টা পর যা নেভানো সম্ভব হয়।

ফায়ার সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, আগুন বেশ বড় রকমের ছিল, ৯টি ইউনিট কাজ করা মানে এর ভয়াবহতাও প্রচুর।

ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, তবে নিতান্তই তা কম নয়। পুড়েছে বহু ঘর।

এদিকে, আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।