তিন দিনের এই সফরে বুধবার রাতেই পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মাহমুদ আব্বাসের সৌজন্য সাক্ষাতের কথা আছে। বৃহস্পতিবার দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শনের পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।
বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাতে আব্বাস তার সম্মানে বঙ্গভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন মাহমুদ আব্বাস।
শুক্রবার দুপুরে ঢাকা ছাড়বেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এসময় পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।
বাংলাদেশ সময় ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
এমএমকে