ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পুুলিশের অভিযানে গ্রেফতার ৪৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৭
গাইবান্ধায় পুুলিশের অভিযানে গ্রেফতার ৪৯

গাইবান্ধা: গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৪৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, বিশেষ অভিযানে জেলার সাত উপজেলা থেকে মাদক, নারী নির্যাতন, ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। তবে গ্রেফতারদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, গ্রেফতারদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২২১ ফেব্রুয়ারি ০১, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।