মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, বিশেষ অভিযানে জেলার সাত উপজেলা থেকে মাদক, নারী নির্যাতন, ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, গ্রেফতারদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২২১ ফেব্রুয়ারি ০১, ২০১৭
বিএস