আশুলিয়া, সাভার: ‘পুলিশকে সবসময় নির্দেশনা দেওয়া হয় যেন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান না করা হয়। সাংবাদিকরা দেশের উন্নয়নের কথা তুলে ধরেন। তাদের কাজে বাধা প্রদান করা সত্যিই দুঃখজনক। তাদের নির্যাতনের ক্ষেত্রে পুলিশ জিরো ট্লারেন্সে রয়েছে। যারা এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার কবিরপুর ফায়ারিং রেঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কে এম শহীদুল হক এসব কথা বলেন।
তিনি এ সময় আরও বলেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
সে লক্ষ্যে কবিরপুরে এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫ একর জমির উপর একটি আধুনিক ফায়ারিং রেঞ্জ তৈরি করা হয়েছে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যক পুলিশ সদস্যকে বছরে ২০ রাউন্ড ফায়ারিং অনুশীলন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের ঊধ্র্তন কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২৯১৭
এসআরএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।