বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, এ ক্যাম্প নির্মাণে বাংলাদেশ সরকার নিজেই অর্থায়ন করবে।
কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে রোববার-সোমবার কক্সবাজার যান। ।
আনান কমিশনের পরিদর্শন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দুই মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে শনিবার ঢাকায় আসেন। আনান কমিশন মনে করে শুধু ধর্মীয় কারণে রোহিঙ্গারা দেশ ত্যাগ করছে না। তারা তাদের পর্যবেক্ষণের রিপোর্ট কমিশনের কাছে দিবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা ০১ ফেব্রুয়ারি, ২০১৭
কেজেড/এমএমকে