বুধবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া
চৌধুরী বলেন, প্রণোদনার অংশ হিসেবে কৃষকরা রাসায়নিক সার, বীজ, ফাঁদ ও
প্রদর্শনীর সরঞ্জাম ও সেচ সুবিধা পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎপাদন বৃদ্ধিতে উফশী আউশে ৫১ জেলায় ২৭ কোটি
১০ লাখ টাকা, নেরিকা আউশে ৪০ জেলায় তিন কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেওয়া
হবে।
এছাড়া ৬৪ জেলায় কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে, সাত জেলায় পাট ও
চট্টগ্রামে আখের উৎপাদন বৃদ্ধিতে এক কোটি ৯০ লাখ টাকা কৃষি প্রণোদনা
দেওয়া হবে।
তিনি বলেন, উফশী আউশ আবাদে প্রত্যেক কৃষক উপকরণ বাবদ এক হাজার ৩৫৫ টাকা
এবং নেরিকা আউশ চাষে এক হাজার ৯৫০ টাকা করে পাবেন। প্রণোদনার কারণে
অতিরিক্ত প্রায় ৭৭ হাজার টন চাল উৎপাদন হবে।
উফশী আউশ আবাদে দুই লাখ কৃষক এক বিঘা করে জমিতে চাষবাদে এ সহায়তা পাবে।
এক্ষেত্রে প্রত্যেক কৃষক পাঁচ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে
ডিএপি ও এমওপি সার পাবেন। সেচের জন্য পাবে ৪০০ টাকা।
বিঘা প্রতি নেরিকা চাষবাদে প্রণোদনা ২০ হাজার কৃষককে দেওয়া হবে। প্রত্যেক
কৃষক ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে।
সেচের জন্য পাবেন ৪০০ টাকা করে। আর আগাছা দমনের জন্য পাবে ৪০০ টাকা।
আউশে প্রণোদনার কারণে ২৪৫ কোটি ৫৩ লাখ টাকার ৭৬ হাজার ৭৮৯ টন চাল উৎপাদন
হবে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, উফশী আমনে প্রতি কেজি ৩২ টাকা করে চালের
মূল্য হবে ২২৪ কোটি ৩২ লাখ টাকা। নেরিকায় চালের মূল্য হবে ২১ কোটি ৪০ লাখ
টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমড়ো জাতীয় ফসলে ফেরোমেন ফাঁদ স্থাপনের
ক্ষেত্রে প্রতি ৫০ শতক জমির জন্য ৩৬টি লিউর, ১৮টি পটসহ রেজিস্টার,
সাইনবোর্ড কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে।
পাট ফসলের প্রদর্শনী স্থাপনের ক্ষেত্রে চাষিরা এক বিঘা জমির জন্য এক কেজি বীজ,
২৫ কেজি ইউরিয়া, আট কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, ১৫ কেজি জিপসাম, একটি
সাইনবোর্ড ও একটি রেজিস্টার বিনামূল্যে পাবেন। এছাড়া প্রতি কৃষক ব্রিফিংস
ভাতাসহ প্রদর্শনীর জন্য ৩০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
আখ প্রদর্শনী স্থাপনের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য বাংলাদেশ ইক্ষু গবেষণা
ইনস্টিটিউট থেকে বীজ ও সার বিনামূল্যে কৃষককে সরবরাহ করা হবে।
কৃষিমন্ত্রী বলেন, ফেরোমেন ফাঁদ স্থাপনে পাঁচ হাজার ৯২০
জন, পাট ফসলের প্রদর্শনী স্থাপনে ৬৫ জন ও আখ ফসলের প্রদর্শনী স্থাপনে তিন
জন কৃষক সহায়তা পাবেন।
ফেরোমেন ফাঁদ স্থাপনে উপকরণ সহায়তায় আট হাজার ৯৬৯ বিঘা জমিতে বিষমুক্ত
কুমড়া জাতীয় ফসল উৎপাদন করা যাবে। মন্ত্রী বলেন, প্রণোদনার কারণে ৯৮
দশমিক ১৭ বেল (এক বেল=৫ মণ) পাট উৎপাদন হবে, যার দাম সাত লাখ ৮৫ হাজার
টাকা। আখ চাষে সহায়তায় চট্টগ্রাম জেলার কৃষকরা আখের উন্নত জাত সম্পর্কে
অবহিত হবেন।
এতে তামাক চাষের পরিবর্তে কৃষকরা আখ চাষে উৎসাহিত হবেন বলে আশা করেন মতিয়া চৌধুরী।
কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
এমআইএইচ/আরআই