বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে পৌঁনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন ও সিনেমা হল সংলগ্ন হাজী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন গাড়ি চালক ও অপরজন যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এনটি