জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ভোরে কোটচাঁদপুরের আখ সেন্টার এলাকা থেকে তাকে আটক করে।
রেজাউল ইসলাম পাঠান পৌর শহরের আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বাংলানিউজকে জানান, রেজাউল আখ সেন্টার এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগজিন ও পাঁচশ’ পিস ইয়াবা পাওয়া যায়। রেজাউলের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই