তাদের মধ্যে দুইজন এটিএসআই ও ছয়জন কনস্টেবল। তারা জেলা আদালতে দায়িত্বরত ছিলেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ আট পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ৩০ জানুয়ারি রাতে ইয়াবাসহ শাকিলকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় শাকিলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
পরে সন্ধ্যায় আদালতের পুলিশ তাকে পুলিশভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় শাকিল।
ওসি আরও জানান, এ ঘটনায় আদালত পুলিশের (এটিএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। শাকিলকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
আসামি শাকিল মিয়া (২৭) গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরএ