বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বাচা ডেউ পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের সদস্যরা বাচা ডেউ পাড়ার পাহাড়ি বনে অভিযান চালায়।
বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেড মেজর মো. তৌহিদ বাংলানিউজকে জানান, সাঙ্গু রিজার্ভ এলাকায় এতোদিন পপি চাষের খবর পাওয়া গেলেও রুমা সদরের পপি চাষের ঘটনা এটাই প্রথম। রুমায় আরও পপিক্ষেত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় অনেকে পাহাড়ে জুম চাষের পরিবর্তে নিষিদ্ধ পপি চাষ করে থাকেন। পপি ফল থেকে আফিম পাওয়া যায়। প্রতিবছর পাহাড়ের পপিক্ষেত ধ্বংস করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই