ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রুমায় পপি ক্ষেতের সন্ধান, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
রুমায় পপি ক্ষেতের সন্ধান, আটক ২

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার গহীন অরণ্যে পপি ক্ষেতের সন্ধান পাওয়া গেছে। পপি চাষের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।আটক ব্যক্তিরা হলেন-ক্য অং প্র“ মার্মা (৪৫) ও উথোয়াই চিং মার্মা। তারা রুমা উপজেলার বাসিন্দা। 

বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বাচা ডেউ পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের সদস্যরা বাচা ডেউ পাড়ার পাহাড়ি বনে অভিযান চালায়।

এসময় ৫০ শতাংশ জমিতে চাষ করা পপি ধ্বংস করা হয়। পরে পপি চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেড মেজর মো. তৌহিদ বাংলানিউজকে জানান, সাঙ্গু রিজার্ভ এলাকায় এতোদিন পপি চাষের খবর পাওয়া গেলেও রুমা সদরের পপি চাষের ঘটনা এটাই প্রথম। রুমায় আরও পপিক্ষেত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় অনেকে পাহাড়ে জুম চাষের পরিবর্তে নিষিদ্ধ পপি চাষ করে থাকেন। পপি ফল থেকে আফিম পাওয়া যায়। প্রতিবছর পাহাড়ের পপিক্ষেত ধ্বংস করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।