ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্য হিজড়াদের দৌরাত্ম্য, ফাইল ফটো

ঢাকা: সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকা দিয়ে যাতায়াত করা নগরবাসীরা।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিজয় সরণি সংলগ্ন সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্যের দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সেখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) থেকে সংসদ ভবন এলাকায় দু’জন হিজড়া টাকা ছাড়া বাস, প্রাইভেটকার, সিএনজি এমনকি রিকশার যাত্রীদেরকেও ছাড়ছেন না।

অনেকেই টাকা দিচ্ছে অসহায় হয়ে। আর কেউ না দিতে চাইলে তাদের গায়ে হাত দেওয়াসহ বকা দিচ্ছে তারা।

রিকশা যাত্রী দুই বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, কি করবো ভাই? ওদেরকে দেখলে ভয় পাই। তাই তাড়াতাড়ি ১০ টাকা দিয়ে দিয়েছি। না দিলে ওরা যা করে...

সিএনজি চালিত অটোরিকশা করে যাওয়া সুমন নামে এক যাত্রী বলেন, মানসম্মানের ভয়ে টাকা দিয়েছি। না দিলে ওরা খারাপ ব্যবহার করে। আমাদের কি বা করার আছে।

রিকশা চালক নাজিম বলেন, ওরা (হিজড়া) প্রায় সারাবছরই টাকা নেয়।   কারোই কিছু করার নেই। মাঝে মাঝে ওরা যাত্রীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে।

এবিষয়ে ওই হিজড়াদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, আমরা রাস্তায় কথা বলি না।

সেখানে ট্রাফিকপুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল হাবিবুরের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, ওরা ভিক্ষা করতেছে। ভিক্ষা না করলে খাইবো কি? ওদেরকে কি কেউ চাকরি দেয় প্রশ্ন রাখেন হাবিব।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমএইচকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।