বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ; ভূমিকা লিখেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ কবির তৃতীয় কাব্যগন্থ। এর আগের গত দুই বছর ফেব্রুয়ারির ৬ তারিখেই প্রকাশিত হয় তার আরও দুটি কবিতার বই।
সোমবার বিকেল ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে বইয়ের মোড়ক খোলা হবে।
সৈয়দ মনজুরুল ইসলাম ছাড়াও উপস্থিত থাকবেন, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কবি হেলাল হাফিজ, কবি হাবিবুল্লাহ সিরাজী, অধ্যাপক ফখরুল আলম, ডা. দীপু মনি এমপি, প্রকাশক মো. শাহাদাত হোসেন ও কবির পরিবারের সদস্য এবং তার বন্ধুরা।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আইএ