ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
নন্দীগ্রামে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া সড়কের ইউসুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীতমুখী দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাটোরগামী পাথরবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত ট্রাক চালক ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এমবিএইচ/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।