ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় পরকীয়ার জেরে কৃষক খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
সাটুরিয়ায় পরকীয়ার জেরে কৃষক খুন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী এলাকায় পরকীয়ার জের ধরে আবুল হোসেন (৪০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওই এলাকা থেকে আবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল হোসেন ওই এলাকার মাওলানা লুতফর রহমানের ছেলে।

স্থানীয় তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিলো আবুলের। সেই বিষয়টিকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে ওই প্রবাসীর বাড়িতে আবুলকে পিটিয়ে আহত করে অজ্ঞাত ব্যক্তিরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আবুলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।