বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওই এলাকা থেকে আবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল হোসেন ওই এলাকার মাওলানা লুতফর রহমানের ছেলে।
স্থানীয় তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিলো আবুলের। সেই বিষয়টিকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে ওই প্রবাসীর বাড়িতে আবুলকে পিটিয়ে আহত করে অজ্ঞাত ব্যক্তিরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আবুলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরএ