ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে শিক্ষার্থীদের পিঠে চেয়ারম্যানের হাঁটার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
হাইমচরে শিক্ষার্থীদের পিঠে চেয়ারম্যানের হাঁটার ঘটনায় মামলা

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার নীল কমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দিয়ে তৈরি মানবপ্রাচীরে হাঁটার ঘটনায় মামলা হয়েছে।
 

মামলায় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অভিভাবক সদস্য মুনসুর আহমেদ ও এম এ বাশারকে আসামি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দিনগত রাতে শিশু আইনের ৭০ ধারায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর হোসেনের বাবা আবদুল কাদের বাদী হয়ে মামলাটি করেন।

 

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে শিক্ষার্থীদের দিয়ে তৈরি মানবপ্রাচীর ‘পদ্মা সেতু’র ওপর দিয়ে জুতা পায়ে হেঁটে যান চেয়ারম্যান। এই দৃশ্যের ছবি ও ভিডিও মোবাইল ফোন ও ক্যামেরায় ধারণ করেন উপস্থিত অনেকেই। মুহূর্তেই ওই ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এই বিদ্যালয়ে আগে থেকেই এই ধরনের প্রদর্শিত হয়। এবার শিক্ষার্থীরা দাঁড়িয়ে মানবপ্রাচীর এর মাধ্যমে প্রতীকী পদ্মাসেতু প্রদর্শন করে। এসময় শিক্ষার্থী ও আমাদের অনুরোধে চেয়ারম্যান ‘পদ্মাসেতু’র ওপর দিয়ে হেঁটে যান।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজ শুরু করেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি তদন্ত কমিটি বৃহস্পতিবারই তদন্ত কাজ শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।