ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবাহিনীর বেকারিতে কাজ শুরু ভ্যানচালক ইমাম শেখের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বিমানবাহিনীর বেকারিতে কাজ শুরু ভ্যানচালক ইমাম শেখের বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ইমাম শেখ। ফাইল ফটো

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভ্যানে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘোরানো চালক ইমাম শেখ বাংলাদেশ বিমানবাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরি পেয়েছে।

সে বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে যোগ দিয়েছে। এখানে ইমাম শেখ মাসিক বেতন পাবে ৭ হাজার ৯৮৪ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তার সঙ্গে কথা হয় বাংলানিউজের। ইমাম শেখ জানায়, বুধবার চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে সে।

বেলা সোয়া ২টার দিকে যখন বাংলানিউজের সঙ্গে কথা হচ্ছিল তার, তখনও ইমাম শেখ কর্মস্থলে কাজ করছিল। ইমাম শেখ চাকরি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, “সেদিন রাতে প্রথম বাংলানিউজ চব্বিশ ডটকম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম) আমাকে কল দেয়, আমি যে চাকরির কথা বলতে পারিনি প্রধানমন্ত্রীকে, সেটা নিয়ে নিউজ করে। বিষয়টি আপার (প্রধানমন্ত্রী) নজরে আসে। আপা আমার বিষয়টা বিবেচনা করে আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ। ”

ইমাম বলে, ‘বাংলানিউজের পর অসংখ্য সাংবাদিক আমাকে ফোন দিয়েছেন। খবর প্রকশা করেছেন, সহযোগিতা করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ। ’

ভ্যানে প্রধানমন্ত্রীকে বহনের দিন স্মরণ করে ইমাম শেখ বলে, “সেদিন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তুমি ইঞ্জিনচালিত ভ্যান চালাও। তুমি তো আমার বিদ্যুৎ নষ্ট করছো। তখন আমি বলেছিলাম, ‘আমি কী করবো, আমার তো উপায় নেই। আমি যেন বিদ্যুৎ নষ্ট না করি, সেজন্য প্যাডেলচালিত ভ্যান চালাতে এ কাজ দিয়েছেন আপা (প্রধানমন্ত্রী)।

গত ২৭ জানুয়ারি বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এলাকার ১ নম্বর গেট থেকে পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীকে ভ্যানে করে তার বাসভবনে নিয়ে যায় ইমাম শেখ। সে ছবিটি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি খ্যাতি ছড়িয়ে পড়ে ইমামের।

ভাইরাল হওয়া সেই ছবিটি, ছবি: সংগৃহীত
এজন্য দারুণ উচ্ছ্বসিত হলেও ইমাম সে সময় প্রধানমন্ত্রীকে একটি কথা বলতে চেয়েও চক্ষু-লজ্জার কারণে পারেনি। ওইদিন রাতেই এ বিষয়ে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ ‘প্রধানমন্ত্রীকে মনের কথাটাই বলা হলো না ভ্যানচালকের’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ইমামের চাকরির প্রত্যাশার কথা সবাই জানতে পারে।

সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ২৮ জানুয়ারি যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি কর্তৃপক্ষ ইমাম শেখকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরদিন ২৯ জানুয়ারি বিমান ঘাঁটির প্রতিনিধিরা ইমামের বাড়িতে যান এবং এ বিষয়ে আলাপ করেন। সেদিনই ইমাম শেখ ও তার ভ্যানটি নিয়ে প্রতিনিধি দলটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়। বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিকতা শেষে ৩০ জানুয়ারি সকালে বাড়িতে ফিরে আসে ইমাম। দরকারি কাগজপত্র নিয়ে ৩১ জানুয়ারি আবার বিমান ঘাঁটিতে ফিরে যায় সে।

এরপর ১ ফেব্রুয়ারি তার চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা শেষে ২ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে দিয়েছে ইমাম।

আরও পড়ুন...
** প্রধানমন্ত্রীকে বহনকারী ইমামের ভ্যানটি জাতীয় যাদুঘরে
** চাকরি হচ্ছে সেই ভ্যানচালক ইমামের
** প্রধানমন্ত্রীর সঙ্গে এক ছবিতেই ‘সেলিব্রেটি’ ইমাম শেখ
** প্রধানমন্ত্রীকে মনের কথাটাই বলা হলো না ভ্যানচালকের
** নাতি-নাতনিদের নিয়ে ভ্যানে ঘুরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭/ আপডেট ১৪৫০ ঘণ্টা
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।