বৃহম্পতিবার (০২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লুৎফুল কবীর এসব তথ্য জানান।
রাতে র্যাবের একটি দল উত্তরায় অভিযান চালিয়ে এ চক্রের ১৪জনকে আটক করে।
কমান্ডার লুৎফুল কবীর বলেন, সম্প্রতিকালে প্রতরণার নতুন কৌশল হিসেবে চক্রটি জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নম্বর অ্যাপ’র মাধ্যমে কল স্পুফিং করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরটি/ওএইচ/এসএইচ